প্রযুক্তির বাস্তব প্রয়োগ না দেখতে পাওয়া এবং আদর্শ কৃষকের সংস্পর্শে না আসায় নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাবে নতুন ও আধুনিক প্রযুক্তি গ্রহণে অনীহা ।
প্রাথমিক পর্যায়ে ব্লকে উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে আদর্শ কৃষক নির্বাচন করে তাকে ভালভাবে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করে আধুনিক প্রযুক্তি গ্রহনকরানো।পরবর্তী মৌসূমে পার্শ্ববর্তী কৃষকদের আদর্শ কৃষকের মাঠ পরিদর্শন ও প্রশিক্ষণ দিয়ে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া। এভাবে প্রতিটা মৌসূমের শুরুতে আদর্শ কৃষকের পার্শবর্তী কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনের মাধ্যমে ঐ মৌসূমের প্রযূক্তি সম্পর্কে ধারনা দেওয়া। ফসল মৌসুমের মাঝামাঝি সময়ে র্পাশ্বর্বতী কৃষকদরে নিয়ে মাঠ পরির্দশন করা ।