প্রকল্প সমূহ

উপ-সহকারী কৃষি অফিসারের মাধ্যমে আদর্শ কৃষক নির্বাচন করে তার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর।
উদ্যান কৃষি উন্নয়নে নগরবাসীকে আধুনিক কৃষি (ই-কৃষি) সেবা প্রদান

ইউনিয়ন কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (UAICC) হতে প্রদানকৃত কৃষি পরামর্শ সংরক্ষণ ও অন লাইন মনিটরিং


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক অবস্থান করেন না। ফসলের বালাইনাশক সম্পর্কে আপটুডেট তথ্য না থাকায়, উপসহকারী কৃষি কর্মকর্তাদের অদক্ষতার কারণে কৃষকরাও তাদের ওপর আস্থা রাখতে পারেন না। কৃষকরা সঠিক সময়ে সঠিক বালাইনাশক এর পরামর্শ না পেয়ে ডিলারের পরামর্শে বালাইনাশক ব্যবহার করেন। ফলে অধিকাংশ সময়ে যথাযথ বালাইনাশক জমিতে ব্যবহৃত হয় না। এতে কৃষকের ব্যয় হয় বেশি, রাসায়নিক বালাইনাশকের অপব্যবহার হয়। আবার উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ গ্রহণ করতে হলেও সময়, অর্থ ও যাতায়াত বাড়াতে হয়। ফলে কৃষকের ফসলের চিকিৎসার ক্ষেত্রে অর্থ, সময় অধিক লাগে।

 ইউনিয়ন কৃষি অফিসের অবকাঠামোগত উন্নয়ন  খধঢ়ঃড়ঢ়/ উবংশঃড়ঢ় ও ঝসধৎঃ ঢ়যড়হব সরবরাহ  কৃষি বিষয়ক অঢ়ঢ়ং, ঝড়ভঃধিৎব রহংঃধষষধঃরড়হ  উপজেলা কৃষি অফিসের সাথে সংযোগ স্থাপন (এড়ড়মষব ফৎড়ঢ়নড়ী) ব্যবহার করে  ইউনিয়নের জমি, ফসল, মৌসুম বিবেচনায় ফসলের রোগ ও কীটের ফ্যাক্ট শিট তৈরি  সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণের (ঝঅঅঙ) পর্যাক্রমিক দায়িত্বপালনের সূচি প্রস্তুত  সেবা প্রদান প্রক্রিয়া বিষয়ক উপসহকারী কৃষি কর্মকর্তাগণের কারিগরী প্রশিক্ষণ প্রদান ড় অঢ়ঢ়ং, ঝড়ভঃধিৎব ড় ঝসধৎঃ ঢ়যড়হব ড় উধঃধ বহঃৎু  প্রচরাণা (নতুন সেবা পদ্ধতি সম্পর্কে জানানো) ড় ঈরঃরুবহ ঈযধৎঃবৎ তৈরি ও স্থাপন ড় মাইকিং ড় স্থানীয় টিভি চ্যানেলে প্রচারণা ড় মাঠ দিবস/ কৃষি বিষয়ক প্রশিক্ষণ/ সভা/ সেমিনার  কৃষককে নতুন পদ্ধতিতে সেবা প্রদান শুরু ড় ইউনিয়ন কৃষি অফিসে আগত কৃষককের ফসলের সমস্যা দেখে ফ্যাক্ট শিট/ ল্যাপটপ এর নমুনার সাথে মিলিয়ে সমাধান প্রদান ড় প্রয়োজনে মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ ও কৃষককে জানিয়ে দেওয়া। ড় নির্ধারিত সময় অনুযায়ী কৃষককের মাঠ পরিদর্শন ও সমাধান প্রদান ড় জটিল সমস্যার ক্ষেত্রে স্মার্ট ফোনের মাধ্যমে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ ও পরামর্শক্রমে সমাধান প্রদান  কৃষককে প্রদানকৃত সেবার তদারকি ড় ঝঅঅঙ কর্তৃক মড়ড়মষব ঢ়ধমব এ তথ্য ঁঢ়ষড়ধফ ড় উপজেলা কৃষি অফিসার (টঅঙ)/ কৃষি সম্প্রসারণ অফিসার (অঊঙ) কর্তৃক সেবার মান, সংখ্যা তদারকি  ফসলের মৌসুম (রবি/ খরিপ-১/খরিপ-২) শেষে সর্বোচ্চ সেবা প্রদানকারী ঝঅঅঙ কে মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান