অনলাইনে দেশের ও দেশের বাইরে যে কোন স্থান থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের সব ধরনের সর্বশেষ তথ্য পাওয়ার সুযোগ তৈরি সম্ভব হলেও সে ব্যবস্থা নেই। ছোট উদ্যোক্তা ও বড় বিনিয়োগকারীদের জন্য এ খাতের একটি বড় পরিসরের ডাটাবেস তৈরি করলে সেটার অভাব মেটানো সম্ভব।
বর্তমানে ক্ষুদ্র ও কুটির শিল্প সংক্রান্ত একক কোন ডাটাবেজ না থাকায় এ খাতে সংশ্লিষ্ট কিংবা আগ্রহী ব্যক্তিরা তথ্য পান না। আবার বিভিন্ন দপ্তর হতে তথ্য সংগ্রহ করার বিড়ম্বনার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা হতাশ হয়ে শিল্পোদ্যোগ বাতিল করতে বাধ্য হন, যা দেশের শিল্পায়নে নেতিবাচক প্রভাব ফেলে।
এ টু আই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের ‘ক্ষুদ্র ও কুটির শিল্পের GIS ভিত্তিক অনলাইন ডাটাবেজ’ শীর্ষক উদ্যোগটি বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের সব তথ্য একস্থান থেকে সংগ্রহ করা যাবে। ল্পের ভৌগোলিক অবস্থান সহজেই নির্ধারণ করা ও এলাকাভিত্তিক সংশ্লিষ্ট শিল্পের এবং শিল্পগুচ্ছের তথ্য আহরণ করা সম্ভব হবে। এক্ষেত্রে এই খাতের উদ্যোক্তা বা আগ্রহীরা যেমন উপকৃত হবেন তেমনি এলাকাভিত্তিক শিল্পের অবস্থা মুহুর্তের মধ্যে জেনে গেলে সরকারও এলাকা ভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও জাতীয় বাজেট প্রণয়নে সহায়তা পাবে।