<table border="" cellpadding="0" cellspacing="0" style="width:643px"> <tbody> <tr> <td style="width:211px"> <p><strong>বিদ্যমান সমস্যা</strong></p> </td> <td style="width:198px"> <p><strong>সমস্যার মূল কারণ</strong></p> </td> <td style="width:234px"> <p><strong>সমস্যার কারণে সেবাগ্রহিতাদের ভোগান্তি</strong></p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>ভূয়া/জাল দলিল দিয়ে নামজারি</p> </td> <td style="width:198px"> <p>দলিলের প্রাথমিক যাচাই হয় না</p> </td> <td style="width:234px"> <p>এক জমি বারবার খারিজ হওয়া</p> <p>মিস কেসের সংখ্যা বেড়ে যাওয়া</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>প্রস্তাবিত খতিয়ান প্রস্তুতিতে কালক্ষেপন, অংশেরভুল, জমির পরিমানে কম/বেশি</p> <p> </p> </td> <td style="width:198px"> <p>খতিয়ান প্রস্তুতিতে অনেক সময় লাগে, অনেক লিখতে গিয়ে দৃষ্টিভ্রম হয়</p> </td> <td style="width:234px"> <p>সময় বেশি লাগে, হয়রানি, জন দুভোগ বেড়ে যায়</p> </td> </tr> <tr> <td style="height:22px; width:211px"> <p>শুনানীর তারিখ পরিবর্তন হলেও সেবাপ্রার্থীগণ জানতে না পারায় অহেতুক হয়রানি</p> </td> <td style="height:22px; width:198px"> <p>বারবার নোটিশ জারি করার মত জনবল/সময়ের অভাব</p> </td> <td style="height:22px; width:234px"> <p>হয়রানী, অর্থের অপচয়, সময়নষ্ট</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>সঠিক সময়ে প্রস্তাবনা আসা</p> </td> <td style="width:198px"> <p>দালাল/ইউএলওদের মধ্যস্বত্ত্ব লাভের চেস্টা</p> </td> <td style="width:234px"> <p>সময় ও অর্থের অপচয়</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>ডিসি আর ফি আদায়ে বিলম্ব</p> </td> <td style="width:198px"> <p>কেস অনুমোদন হলেও জানতে না পারা</p> </td> <td style="width:234px"> <p>অহেতুক দালালের খপ্পরে পড়া</p> </td> </tr> <tr> <td style="width:211px"> <p>নামজারি / মিসকেস নিস্পত্তিতে দীর্ঘসূত্রিতা</p> </td> <td style="width:198px"> <p>ম্যানুয়াল পদ্ধাতিতে খারিজ প্রস্তাব প্রস্তুতকরণ</p> </td> <td style="width:234px"> <p>৩/৪মাসেও খারিজ / মিসকেস নিস্পত্তি হয়না</p> </td> </tr> </tbody> </table>
<p>সেবাগ্রহীতারদের নামজারি/মিস কেস আবেদন সফটওয়ারে এন্ট্রি, (অথবা অনলাইনে প্রাপ্ত আবেদনের অনুমোদন প্রদান); শর্ট মেসেজের মাধ্যমে বাদী-বিবাদীদের কেস নং, শুনানীর তারিখ অবহিতকরন; সংশ্লিস্ট নথি ই্উনিয়ন ভূমি অফিসে প্রেরণ; শুনানীর তারিখের পূর্বেই প্রার্থীত জমির কাগজ পত্র যাচাই করে সঠিক পাওয়া গেলে website হতে প্রস্তাবিত খতিয়ানের নমুনা প্রিন্ট করে স্বাক্ষর সিল দিয়ে এসি ল্যান্ড অফিসে প্রেরণ, কোন দলিল নিয়ে সন্দেহ হলে সাথে সাথেই সাব-রেজিস্ট্রি অফিস লিংক থেকে যাপাই করে নেওয়া যাবে, আবার সাব-রেজিস্ট্রি অফিস দলিল সম্পাদনের পূর্বে ভূমি অফিসের লিংক চেক করে নামজারির সঠিকতা যাচাই করতে পারবেন; শুনানী অন্তে আবেদন অনুমোদন হলে মেসেজের মাধ্যমে ডিসিআর ফি প্রদানের জন্য বলা হবে, ডিসিআর নং প্রদান করলেই কেবল নামজারি মামলাটি নিস্পত্তি হবে, হোল্ডিং নং / খাজনার পরিমান/ খাজনার হিসাব সফটওয়ারের মাধ্যমে অটোজেনারেট করবে ।</p>