<p>হাসপাতালে ভর্তিকৃত দরিদ্র ও অসহায় রোগীরা অসচেতনতা ও রোগী কল্যাণ সমিতি সম্পর্কে তথ্য না জানার কারণে চিকিৎসার জন্য আর্থিক সেবা ও মনোসামাজিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে ।</p>
<p>“রোগী কল্যান সমিতি” হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ঠিকানা ও মোবাইল ফোন নম্বর সম্বলিত লিফলেট তৈরি করে হাসপাতালের বিভিন্ন দর্শণীয় স্থানে বিশেষত হাসপাতালের ওয়ার্ডের দেয়ালে রেখে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হবে । রোগীরা ফোন করে তাদের সমস্যা সম্পর্কে জানাবে । অফিস কর্মচারী সাথে সাথে সেখানে যাবে অথবা রোগীর আত্মীয় অফিসে এসে ফরম সংগ্রহ করার জন্য বলবে । ফরম পূরণ করে প্রয়োজনীয় ধাপগুলো সম্পন্ন করা হবে । অতঃপর চিকিৎসা সেবার উপকরণ রোগীর নিকট পৌছে দেয়া হবে । স্থানীয়ভাবে তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা । জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে রোগীদের সেবা প্রদান করা হবে ।</p>