প্রকল্প সমূহ

পথের মাঝেই পথের খোঁজ
ডাক জীবন বীমার দাপ্তরিক কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ

হাতের মুঠোয় বিজ্ঞান


পাঠ্যপুস্তকের মাধ্যমে কিছু কিছু বিষয় যথার্থভাবে শেখা ও উপলব্ধি করা যায় না। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয় এর অন্যতম। পাঠ্যপুস্তকে বিজ্ঞানের নিরস উপস্থাপন ও দুর্বোধ্য ব্যাখ্যার কারণে বাংলাদেশে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও অংশগ্রহণ কমছে। ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জাতীয় কারিকুলামে অন্তর্ভুক্ত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ের পাঠ্যসূচির উপর স্বল্পদৈর্ঘ্যের শিক্ষামূলক ৩০০ মানসম্পন্ন গ্রাফিক্যাল ও অ্যানিমেশন ভিডিও প্রস্তুত করা হবে। ৮ম থেকে ১০ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের আওতায় বাংলা মাধ্যমের ৮ম শ্রেণির বিজ্ঞান বই এবং ৯ম-১০ম শ্রেণির পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়কে অন্তর্ভুক্ত করা হবে। প্রস্তুতকৃত ভিডিওগুলো এ টু আই-এর সহযোগিতায় শিক্ষক বাতায়নের আওতায় একটি আলাদা ওয়েব প্লাটফর্মে সহজে ডাউনলোড উপযোগী করে এবং সুবিন্যস্তভাবে প্রকাশ করা হবে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রতিটি শিক্ষার্থীর জন্য ৮ম থেকে ১০ম শ্রেণি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এসময় পড়ালেখার পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক তাদের মানসিক সমৃদ্ধি ও মেধা বিকাশের সবচেয়ে বড় মাধ্যম। কিন্তু কিছু কিছু বিষয় শুধুমাত্র পাঠ্যপুস্তকের মাধ্যমে যথার্থভাবে শেখা ও উপলব্ধি করা যায় না। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয় এর অন্যতম। বাংলাদেশে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও অংশগ্রহণ কমছে। ক্রমাগত অনাগ্রহের পিছনে দায়ী করা হচ্ছে পাঠ্যপুস্তকে বিজ্ঞানের নিরস উপস্থাপন ও দুর্বোধ্য ব্যাখ্যাকে। প্রকৃতপক্ষে, শুধু পাঠ্যপুস্তকের লেখায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ভেতরের অসামান্য বিস্ময় প্রকাশ করা সম্ভব নয়। শিক্ষকদের জন্যও শুধু কথায় যথাযথভাবে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পড়ানো অত্যন্ত কষ্টসাধ্য। এ টু আই পরিচালিত শিক্ষক বাতায়নে দেশের সকল প্রান্তের শিক্ষকেরা বিভিন্ন বিষয়ে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করে শেয়ার করতে পারেন। তবে বর্তমানে এখানে যে কন্টেন্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সুবিন্যস্ত এবং পর্যাপ্ত নয়। বাস্তবতা হল, অল্পসংখ্যক শিক্ষকবৃন্দই ছবি দিয়ে তৈরি মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রস্তুত করতে পারেন। আবার, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক গ্রাফিক্যাল ও অ্যানিমেশন তৈরি করার কারিগরি দক্ষতা, প্রয়োজনীয় উচ্চক্ষমতার শক্তিশালী কম্পিউটার ও অন্যান্য যন্ত্র কোন শিক্ষকের কাছে নেই। তাই শিক্ষকদের পক্ষে এসব বিষয়ে গ্রাফিক্যাল ও অ্যানিমেশন ভিডিও ক্লিপ তৈরি করা অত্যন্ত দুরূহ। অপরপক্ষে, শুধু শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শেখার আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দিষ্ট কোন উদ্যোগও নেই। শিক্ষার্থীরা নিজেরাই দেখে বুঝে নিতে পারে, এমন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক গ্রাফিক্যাল ও অ্যানিমেটেড ভিডিও অনলাইনে বাংলায় নেই বললেই চলে।

৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জাতীয় কারিকুলামে অন্তর্ভুক্ত বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ের পাঠ্যসূচির উপর স্বল্পদৈর্ঘ্যের শিক্ষামূলক ৩০০ মানসম্পন্ন গ্রাফিক্যাল ও অ্যানিমেশন ভিডিও প্রস্তুত করা হবে। ৮ম থেকে ১০ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের আওতায় বাংলা মাধ্যমের ৮ম শ্রেণির বিজ্ঞান বই এবং ৯ম-১০ম শ্রেণির পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়কে অন্তর্ভুক্ত করা হবে। ৮ম থকে ১০ম শ্রেণির তথ্য প্রযুক্তি বিষয়ের উপর বাংলা মাধ্যমের জন্য রচিত পাঠ্যবই থেকে টপিক বাছাই করা হবে। ভিডিওগুলো প্রতিটি বিষয়বস্তুর উপযোগী আলাদা আলাদা স্ক্রিপ্ট দিয়ে প্রস্তুত করা হবে। এগুলোতে বাংলায় প্রাঞ্জল ধারাবর্ণনার পাশাপাশি বাংলা সাবটাইটেলও থাকবে। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ৩ মিনিট ও সর্বনিম্ন ১.৫ মিনিট। ভিডিওগুলো এমনভাবে তৈরি করা হবে যাতে যে কোন শিক্ষার্থী একটি ভিডিও দেখে নিজে নিজেই ভিডিওর টপিক সম্পর্কে ভালভাবে বুঝতে পারে। এতে করে ক্লাসে শিক্ষকদের পড়া বুঝতে তার অনেক সাহায্য হবে এবং অযথা কোচিংয়ের পেছনে সময় ও অর্থ ব্যয় করতে হবে না। ভিডিও গুলোকে মানসম্পন্ন করা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিচার্স ট্রেনিং কলেজের বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ নেয়া হবে। প্রস্তুতকৃত ভিডিওগুলো এ টু আই-এর সহযোগিতায় শিক্ষক বাতায়নের আওতায় একটি আলাদা ওয়েব প্লাটফর্মে সহজে ডাউনলোড উপযোগী করে এবং সুবিন্যস্তভাবে প্রকাশ করা হবে। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ে বিষয় ও অধ্যায় ভিত্তিক টপিকগুলো সহজেই খুঁজে বের করে ব্যবহার করতে পারবে। ভিডিওগুলোকে শিক্ষার্থীদের সুবিধার্থে ইউ টিউবেও উম্মুক্ত করা হবে।