প্রকল্প সমূহ

জলমগ্ন জমি আবাদযোগ্যকরণ পদ্ধতি
পরিবারের সঙ্গে কারাবন্দির সংযোগ

নির্বাক শৈলী


ইশারা ভাষায় পটু বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের খুব সহজে মূকাভিনয়ের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড শেখানো যেতে পারে। কিন্তু তাদেরকে মূকাভিনয় শেখাতে বাংলাদেশে কোনো সুনির্দিষ্ট পদ্ধতি গড়ে ওঠেনি। এই প্রকল্পে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন মূকাভিনয় ব্যাকরণ তৈরি করা হবে। ‘বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা নির্ভর মূকাভিনয় ব্যাকরণ’ নামে সার্ভিস ইনোভেশন ফান্ডের রাউন্ড-৬ এ প্রস্তাবিত এই আইডিয়া পুনরায় রাউন্ড-৭-এ অন্তর্ভূক্ত করা হয়েছে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা দেশের জনগোষ্ঠীর একটি অবহেলিত অংশ। অনেক ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার মত মেধা এবং যোগ্যতা থাকা সত্বেও উপযুক্ত সুযোগের অভাবে তাদের সুপ্ত মেধার সঠিক মূল্যায়ন সম্ভব হয়না। ফলে একদিকে দেশ যেমন এই সাংস্কৃতিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বাক প্রতিবন্ধীরা নিজেদেরকে সমাজের বোঝা মনে করছে। ইশারা ভাষায় পটু এই প্রতিবন্ধীরা খুব সহজেই মূকাভিনয়ের মতো ইশারা নির্ভর সাংস্কৃতিক কর্মকাণ্ড সহজেই রপ্ত করতে সক্ষম হলেও তাদেরকে এ শিক্ষায় শিক্ষিত করার উপযুক্ত ব্যাকরণ নেই।

বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি ইশারা-নির্ভর মূকাভিনয় ব্যাকরণ তৈরী করা হবে। এই ব্যাকরণে থাকবে ভিডিও এবং মাল্টিমিডিয়া কনটেন্ট। এটাকে আন্তর্জাতিকভাবে সার্বজনীন করে প্রস্তুত করা হবে। আন্তর্জাতিক ভাবে খ্যাতিমান বাংলাদেশী বিশেষজ্ঞদের সংশ্লিষ্টতায় তৈরী হবে। এই প্রস্তাবনাটি এস আই এফ রাউন্ড ৬ এ প্রস্তাবিত আইডিয়া ‘বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা নির্ভর মূকাভিনয় ব্যাকরণ’ সাপেক্ষে রাউন্ড-৭ এ পুনরায় প্রস্তাবিত হয়েছে।