দেশে প্রান্তিক এলাকায় কুটির শিল্পের উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। গ্রামীণ জনগোষ্ঠী অর্থনীতি ও বাণিজ্যের একটি বড় অংশ দখল করে থাকলেও তারা প্রযুক্তিবান্ধব পরিবেশ পান না। এ কারণে তাদেরকে যেমন অনলাইনের মাধ্যমে ভোক্তা বা ক্রেতা হিসাবে গড়ে তোলা যায় না। আবার তাদের উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের কোন স্থায়ী ব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক ভাবেও অত্যন্ত জনপ্রিয় কুটির শিল্পকে অনলাইনের মাধ্যমে নিয়মিত বিক্রি করা যায় না। এ প্রকল্পে একটি ইউনিক অনলাইন ফেয়ার ট্রেড প্লাটফর্ম তৈরী করা হবে। যেখানে উপস্থাপিত প্রতিটি পণ্যের মান নির্ধারণ, নিয়ন্ত্রণ, সুরক্ষা এবং উন্নয়নের জন্য প্লাটফর্মটি দায়িত্বশীল থাকবে।
ই-কমার্স বিশ্বব্যাপী পরিচিত একটি অনলাইন বাণিজ্যিক মডেল হলেও বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে এর প্রসারতা চ্যালেঞ্জের মুখোমুখি। এর অন্যতম কারণ হলো গ্রামীণ জনগোষ্ঠী অর্থনীতি ও বাণিজ্যের একটি বড় অংশ দখল করে থাকলেও তারা প্রযুক্তিবান্ধব পরিবেশ পান না। এ কারণে তাদেরকে যেমন অনলাইনের মাধ্যমে ভোক্তা বা ক্রেতা হিসাবে গড়ে তোলা যায় না আবার তাদের উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের কোন স্থায়ী ব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক ভাবেও অত্যন্ত জনপ্রিয় কুটির শিল্পকে অনলাইনের মাধ্যমে নিয়মিত বিক্রি করা যায় না। দেশে প্রান্তিক এলাকায় কুটির শিল্পের উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। কিন্তু সঠিক ব্যবস্থাপনা এবং মান নিয়ন্ত্রণের অভাবে কুটির শিল্প যথাযথ প্রসার লাভ করতে পারছে না। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন যেমন বাধাগ্রস্থ হচ্ছে, তেমনিভাবে দেশ মূল্যবান বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে।
এ প্রকল্পে একটি ইউনিক অনলাইন ফেয়ার ট্রেড প্লাটফর্ম তৈরী করা হবে। যেখানে উপস্থাপিত প্রতিটি পণ্যের মান নির্ধারণ, নিয়ন্ত্রণ, সুরক্ষা এবং উন্নয়নের জন্য প্লাটফর্মটি দায়িত্বশীল থাকবে। গ্রাম এবং শহর উভয় প্রান্তের সকল ধরনের ক্রেতার জন্য সহনীয় মূল্য ও সঠিক মানের পণ্যের নিশ্চয়তা এবং বিক্রেতার জন্য ন্যায্যমূল্য ও বিক্রির নিশ্চয়তাসহ ডেলিভারির সাথে সাথে নগদে মূল্য পরিশোধের ব্যবস্থা থাকবে। একজন রেজিস্টার্ড ক্রেতা যেমন তার জন্য "টেইলর মেইড অর্ডার" দিতে পারবেন তেমনি একজন রেজিস্টার্ড উৎপাদনকারী ও তার বিশেষত্ব অনুযায়ী পণ্যের মান ঘোষণাসহ স্বাধীনভাবে মূল্য দাবী করতে পারবেন। সারা দেশের কুটির শিল্পের সাথে আন্তর্জাতিক বাজারের যোগাযোগ ভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলা হবে। অনলাইন লেনদেনের সুযোগ না থাকলেও প্লাটফর্মটি নিজস্ব ব্যবস্থাপনায় লেনদেনে কার্যকর ভূমিকা পালন করবে।