প্রকল্প সমূহ

ডায়ারোবো (ডায়াবেটিক সহকারী)
ই-কপিরাইট

বার্ডস অফ প্যারাডাইস


বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতিবন্ধকতার ধরণ ও মাত্রা ভিন্ন হলেও তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা ও থেরাপি দেওয়া হয় গতানুগতিক ধারায়। প্রায় একই ধরনের কিছু সেবা দেয়ায় অনেক সময় সেটা তাদের কোন কাজেই আসেনা। বরং অনেক ক্ষেত্রে তাদের সমস্যা বাড়িয়ে দেয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এ টু আই-এর সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় ফাউন্ডেশন ফর বার্ডস অব প্যারাডাইস নামে একটি অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন একটি বিশেষ স্কুল ও নার্সিং সেন্টার প্রবর্তন করা হবে। যা পরিচালিত হবে আইসিটির সর্বোচ্চ ব্যবহার করে আধুনিক মানসম্মত ও কার্যকরী সেবা প্রদানের মাধ্যমে।

চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রত্যেক শিশুই বিশেষ এবং স্বতন্ত্র। আর তেমনি প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতিবন্ধকতার ধরণ ও মাত্রা, সমস্যা, আগ্রহ, দক্ষতা, ক্ষমতা, চাহিদা ও প্রয়োজন, গ্রহণ করার পদ্ধতি ইত্যাদি স্বতন্ত্র হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে কিছু গদবাধা নিয়মে প্রায় একই ধরনের কিছু সেবা দেয়া হয়ে থাকে; যা অনেক সময় তাদের কোন কাজেই আসেনা। বরং অনেক ক্ষেত্রে তাদের সমস্যা বাড়িয়ে দেয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন সার্বোক্ষনিক যত্ন ও পরিচর্যা। কারণ অন্য সাধারণ শিশুদের মত তাদের চাহিদা বা প্রয়োজন বলতে বা বোঝাতে পারে না। অনেক ক্ষেত্রে নিজেরাও বুঝতে পারে না তারা কী চাই। সেক্ষেত্রে তাদের দরকার সূক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সেবা, যা তারা পাচ্ছেনা। এই শিশুদের পিতামাতা তাদের কীভাবে এবং কোথায় শিক্ষা ও সেবার জন্য নিয়ে যাবে এবং কোথায় সঠিক সেবা পাবে এ নিয়ে অনিশ্চয়তায় থাকেন। কারণ আমাদের দেশে বিশেষ শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সংখ্যা হাতে গোনা। তবে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে পিতামাতা পরিষ্কার ধারণা পাচ্ছেন না। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন ধরনের থেরাপি প্রয়োজন হলেও তারা তা পাচ্ছে না। তাদের বিশেষ যত্ন ও প্রশিক্ষণ বেশ সময় সাপেক্ষ। কর্মজীবী পিতামাতার জন্য শিশুর নিয়মিত দেখাশোনা ও যত্ন করা সম্ভব হচ্ছেনা। ফলে শিশুর পিতামাতা ও পরিবারের স্বাভাবিক জীবন ও জীবিকা অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে।

উপরোক্ত সমস্যাগুলো সঠিকভাবে নিরসনের লক্ষ্যে ফাউন্ডেশন ফর বার্ডস অব প্যারাডাইস নামে একটি অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি স্কুল ও নার্সিং সেন্টার প্রবর্তন করতে যাচ্ছি। যা পরিচালিত হবে আইসিটির সর্বোচ্চ ব্যবহার করে আধুনিক মানসম্মত ও কার্যকরী সেবা প্রদানের মাধ্যমে। সেবা সমূহ ১. স্কুলিং ও ট্রেনিং- ভিডিও ট্রিনিং ম্যাটেরিয়ালস, মাল্টিমিডিয়া কন্টেন্ট, এনিমেশন বেইজড এডুকেশনাল অ্যাপস ব্যবহার করে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ট্যাবের মাধ্যমে টয়লেট ট্রেনিং, আচরণ পরিমার্জন, ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আত্ম পরিচর্যা/ দৈনন্দিন কাজের দক্ষতা বৃদ্ধি, সামাজিকতার দক্ষতা বৃদ্ধি, জ্ঞানগত ও লেখাপড়ার দক্ষতা বৃদ্ধি এবং ভোকেশনাল/ বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি ২. থেরাপি: দক্ষ থেরাপিস্টদের মাধ্যমে থেরাপি দেয়ার পাশাপাশি মোবাইল অ্যাপসের মাধ্যমে শিশুর থেরাপির সময়, সংখ্যা ও অগ্রগতির তথ্য বাবা মাকে অবহিত করা হবে। ৩. দৈনন্দিন সেবা: আন্তরিক যত্নের সাথে নিম্নোক্ত সেবার পাশাপাশি প্রতিটি বিষয় কখন কীভাবে করা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে সময়, অগ্রগতির তথ্য বাবা মাকে অবহিত করা হবে। যেমন- সময়মত খাবার খাওয়ানো, গোসল করানো, ঘুম/ বিশ্রামের ব্যবস্থা ও সময়মত ঔষধ খাওয়ানো। ৪. নিয়মিত মেডিকেল চেকআপ: প্রতি মাসে নিয়মিত চেকআপ করানো হবে এবং সেই তথ্য, ডাক্তারের পরামর্শ, অগ্রগতির তথ্য মোবাইল অ্যাপস্ এর মাধ্যমে বাবা মাকে অবহিত করা হবে। ৫. খেলাধুলা ও বিনোদন: যেখানে শিশুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনে ইনডোর ও আউটডোর খেলা, বিনোদনের বিভিন্ন বিষয়ে শিশুর আগ্রহ, অংশগ্রহণ, সময়, ও অগ্রগতির তথ্য বাবা মাকে অবহিত করা হবে মোবাইল অ্যাপস এর মাধ্যমে। ৬. যোগাযোগ: স্কুলে ও নার্সিং সেন্টারে থাকাকালীন সময়ে বাবা মা চাইলে শিশুদের সাথে অডিও ভিজুয়াল ইন্টারেকশন করতে পারবেন।